সর্বশেষ

মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

রাজধানীতে ছিনতাইকারী মুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে বললেন ডিএমপি কমিশনার

রাজধানীতে ছিনতাইকারী মুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে বললেন ডিএমপি কমিশনার

রিপোর্টার, মোঃ আলহাজ আলীরাজ : রাজধানী ছিনতাইকারীমুক্ত না করা পর্যন্ত পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। মঙ্গলবার (৪) জুলাই) রাজধানীর শেরে-বাংলা নগর এলাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিনতাইকারীর হামলায় আহত ইনডিপেনডেন্ট টেলিভিশনের সহকারী প্রযোজক রাকিবুল হাসানকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। ডিএমপি কমিশনার বলেন, ঈদের বন্ধে রাজধানীতে বিচ্ছিন্নভাবে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমরা ঈদের আগেই অনেক ছিনতাইকারীকে গ্রেপ্তার করছিলাম। কিন্তু এরপরও দুঃখজনকভাবে বিষয়গুলো ঘটেছে। পুলিশ এসব বিষয়ে সর্বোচ্চ সতর্ক আছে। ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, রাজধানীকে ছিনতাইকারীমুক্ত না করা পর্যন্ত এই অভিযান চলবে। এর জন্য আমাদের যা করা দরকার, যত পরিশ্রম করা লাগে আমরা করব। তিনি আরও বলেন, পুলিশ কনস্টেবলকে হত্যার ঘটনায় আমরা সবাইকে গ্রেপ্তার করেছি। তাদের জিজ্ঞাসাবাদের পর আদালতে নেওয়া হয়েছে। সাংবাদিক রাকিবুল হাসানকে কুপিয়ে আহত করার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরি, মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আরেক আসামি নজরদারিতে আছে, তাকেও যেকোনো সময় গ্রেপ্তার করা হবে। সাংবাদিক রাকিবুল হাসানের ওপর হামলাকারী গ্রেপ্তারকৃত দুইজনের মধ্যে একজন পাঠাও চালক ও আরেকজন ইলেকট্রিশিয়ান। তারা নিজেদের পেশার পাশাপাশি ছিনতাইয়ে সাথে জড়িত। পুলিশের ডাটাবেজ অনুযায়ী ঢাকায় প্রায় (৬) হাজার ছিনতাইকারী রয়েছে। ডাটাবেজে তথ্য থাকলেও ছিনতাইকারীরা কেন বারবার ফিরে আসে- এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, প্রত্যেকে গ্রেপ্তার হয়েছে বলেই আমাদের ডাটাবেজে নাম আছে। যারা অপরাধের আওতায় আমরা প্রত্যেককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি। এরপর আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা জামিনে বের হয়ে আসে। এখন আইন সংশোধনের প্রয়োজন আছে কি না বা করণীয়। এ বিষয়ে অপরাধ বিজ্ঞানী বা সমাজ বিজ্ঞানীরা বলতে পারবেন। আমাদের কাজ গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা। অপর এক প্রশ্নের জবাবে খন্দকার গোলাম ফারুক বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। ঢাকা মহানগরীকে যতক্ষণ ছিনতাইমুক্ত করতে না পারব ততক্ষণ অভিযান চলতে থাকবে। ছিনতাইকারীরা জামিনে বের হয়ে আবার একই কাজ করছে, এখানে আইনের দুর্বলতা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আইনের ফাঁকফোকর আছে কি না অপরাধ বিজ্ঞানীরা বলতে পারবেন, আপনারা এসব বিষয়ে তুলে ধরেন। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। কারণ আইন অনুযায়ী আমার যে ক্ষমতা দেওয়া আছে আমি তা প্রয়োগ করছি। ছিনতাইকারীদের উৎপাত বেড়ে যাওয়ার বিষয়ে সবাই পুলিশকে দোষারোপ করছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা তো গ্রেপ্তার করছি। অপরাধ নিয়ন্ত্রণে অনেকগুলো স্টেকহোল্ডারের মধ্যে পুলিশ ২০ নম্বরে। বাকি ১৯টা বাদ দিয়ে ২০ নম্বরের পুলিশ ধরে টানাটানি করলে তো হবে না। আমরা যথেষ্ট চেষ্টা করছি এবং চেষ্টা চালিয়ে যাব,

শনিবার, ২০ মে, ২০২৩

নদে ভেসে উঠছে মাছ, ধরতে শত শত মানুষের ভিড়

নদে ভেসে উঠছে মাছ, ধরতে শত শত মানুষের ভিড়

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ফুলজোড় নদের বিভিন্ন অংশে নানা প্রজাতির মরা মাছ ভেসে উঠছে। মরা ও প্রায় মরা এসব মাছ ধরতে নদের দুই পাড়ে ভিড় জমিয়েছেন শত শত নারী-পুরুষ ও শিশু। স্থানীয় লোকজন অভিযোগ করেন, নদের উজানে বগুড়ার শেরপুর উপজেলার দুটি শিল্পকারখানার বর্জ্য নদে ফেলায় পানি দূষিত হয়ে গেছে। এ কারণে বিভিন্ন প্রজাতির মাছ, সাপ, ব্যাঙ, কুঁচে, কাঁকড়া, শামুক-ঝিনুকসহ জলজ প্রাণী মরে যাচ্ছে। দুই দিন ধরে এ অবস্থা চলছে। আজ শনিবার সকালে উপজেলার রায়গঞ্জ পৌরসভার ধানগড়া, রণতিথা, মহেশপুর ও চান্দাইকোনা ইউনিয়নের বেড়াবাজুয়া এলাকায় গিয়ে দেখা যায়, নদের পানির রং বদলে গেছে। অজস্র মাছ মরে ভেসে উঠছে। এলাকার ছেলেমেয়েসহ বিভিন্ন বয়সের মানুষ সেই মাছ ধরছেন। মাছ ধরতে আসা ব্রহ্মগাছা ইউনিয়নের চাঁদপুর গ্রামের কৃষিশ্রমিক মো. হাসান বলেন, ‘সকালে বাজারে এসেছিলাম ধান কাটতে যাব বলে। এসে দেখি অনেকেই নদে ভেসে ওঠা মাছ ধরছে। তাই নেমে পড়লাম।’ চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজীপুর গ্রামের সালমান বলেন, ‘কাজ বাদ দিয়ে নদে ভেসে ওঠা মাছ ধরছি। ছোট-বড় নানা ধরনের মাছ ধরতে ভালোই লাগছে। তবে এভাবে কেন মাছ মরে ভেসে উঠছে, তা চিন্তার বিষয়।’ স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. রাকিবুল হাসান বলেন, ‘এ নদে নিয়মিত গোসল করি। কিন্তু দুই দিন ধরে দেখছি পানির রং এমনভাবে বদলে গেছে যে এ পানিতে গোসল করতে ভয় লাগে। আজ দেখছি সব ধরনের মাছ মরে ভেসে উঠছে। এভাবে একটি নদের মাছসহ জলজ প্রাণী ধ্বংস করার নজির আর কোথাও আছে বলে মনে হয় না।’ দুজন গৃহবধূ বলেন, দুই দিন ধরে নদের পানি এমনভাবে দূষিত হয়েছে যে ব্যবহার করা যাচ্ছে না। কয়েক বছর ধরেই দুটি শিল্পকারখানার বর্জ্যে এই নদের পানি দূষিত হচ্ছে বলে অভিযোগ করেন জীববৈচিত্র্য ও প্রকৃতি সংরক্ষণের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন জীবনের নির্বাহী পরিচালক মো. আবদুর রাজ্জাক। তিনি প্রথম আলোকে বলেন, এর প্রতিবাদে শেরপুর ও রায়গঞ্জ উপজেলার সচেতন মানুষ প্রতিবাদ, আন্দোলন করলেও নদীদূষণ বন্ধ হয়নি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে স্থায়ী প্রতিকারের অনুরোধ জানিয়ে নদীদূষণ, জলজ জীববৈচিত্র্য ও পরিবেশ রায়গঞ্জ পৌরসভার মেয়র মো. আবদুল্লাহ আল পাঠান বলেন, কয়েক বছর ধরে ফুলজোড় নদের পানি দূষণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বলার পরও কোনো বিহিত হচ্ছে না। প্রতিবছরই এমন সময় উজানের দুটি শিল্পকারখানার বর্জ্যে নদের মাছসহ জলজ প্রাণী মরে যায়। জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

রবিবার, ১৪ মে, ২০২৩

আয়ারল্যান্ড-বাংলাদেশ: আয়ারল্যান্ডকে টানছেন স্টার্লিং-বলবার্নি

আয়ারল্যান্ড-বাংলাদেশ: আয়ারল্যান্ডকে টানছেন স্টার্লিং-বলবার্নি

এগোচ্ছে আয়ারল্যান্ড ডোহেনিকে ফিরিয়ে প্রথম ব্রেকথ্রু দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তবে পল স্টার্লিং ও অ্যান্ডি বলবার্নির দ্বিতীয় উইকেট জুটি বড় হচ্ছে। সুযোগ পেলে শটও খেলছেন তাঁরা। ব্যবহৃত উইকেটে ৪ পেসার খেলানোড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত দলের একমাত্র স্বীকৃত স্পিনার মিরাজকে আনেননি তামিম। ১৫ ওভারে আয়ারল্যান্ড ১ উইকেটে তুলেছে ৭০ রান।
ঘূর্ণিঝড় মোখায় মিয়ানমারে তিনজনের মৃত্যু

ঘূর্ণিঝড় মোখায় মিয়ানমারে তিনজনের মৃত্যু

.মিয়ানমারে ঘূর্ণিঝড় মোখার আঘাতে বাড়ির ছাদ ধসে পড়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে কয়েক হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে মঠ, প্যাগোডা ও স্কুলে আশ্রয় নিয়েছেন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) খবরে মিয়ানমারের আবহাওয়া বিভাগের বরাত দিয়ে জানানো হয়, ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রটি রোববার বিকেলে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তওয়ে শহরের কাছে ঘণ্টায় ২০৯ কিলোমিটার গতিতে আছড়ে পড়ে। মিয়ানমারের সামরিক তথ্য অফিস জানিয়েছে, ঝড়ের কারণে সিত্তওয়ে, কিয়াউকপিউ ও গওয়া শহরে ঘরবাড়ি, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মুঠোফোনের টাওয়ার, নৌকা ও ল্যাম্পপোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা জানায়, ঘূর্ণিঝড়টিতে দেশের বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ৪২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের কোকো দ্বীপপুঞ্জের ক্রীড়া ভবনগুলোর ছাদও ধসে পড়েছে
মোখা সামান্য দুর্বল হয়েছে, সেন্ট মার্টিনে ১৪৭ কিলোমিটার বেগে বাতাস

মোখা সামান্য দুর্বল হয়েছে, সেন্ট মার্টিনে ১৪৭ কিলোমিটার বেগে বাতাস

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা দুর্বল হয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আজ রোববার বেলা তিনটায় কক্সবাজার ও উত্তর-মিয়ানমার উপকূল পার হয়েছে। সন্ধ্যার দিকে উপকূল ছেড়ে মোখা আরও দুর্বল হয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এর প্রভাবে উপকূলীয় জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আছে জলোচ্ছ্বাসের আশঙ্কাও। আজ আবহাওয়া অধিদপ্তরের ২১তম বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়। মোখার প্রভাবে কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিনে ব্যাপক ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, বেলা আড়াইটার সময় সেন্ট মার্টিন দ্বীপে ১৪৭ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ ছিল। মোখার প্রভাবে টেকনাফেও ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে আজ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূল ছাড়তে থাকা মোখা উত্তর ও উত্তর–পূর্ব দিকে এগিয়ে সামান্য দুর্বল হয়ে গেছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আজ বেলা তিনটায় মিয়ানমারের সিটুয়ের কাছে দিয়ে কক্সবাজার ও উত্তর-মিয়ানমার উপকূল ছেড়ে মিয়ানমারের স্থলভাগের ওপর আছে। সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যা নাগাদ উপকূল ছেড়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই জেলার কাছের দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপৎসংকেতের আওতায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর পাশাপাশি মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শনিবার, ৩০ জুলাই, ২০২২

মালয়েশিয়ায় পাঠাতে মেডিকেল টেস্ট, ১০ এজেন্সির প্রতারণা

মালয়েশিয়ায় পাঠাতে মেডিকেল টেস্ট, ১০ এজেন্সির প্রতারণা

২০১৬ সালে মালয়েশিয়ার শ্রমবাজার খোলে। সেই বাজার ২০১৮ সালের সেপ্টেম্বরে হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। দুবছরে দেশটিতে প্রায় ৭ লাখ কর্মী পাঠানোর স্বপ্ন দেখিয়ে মেডিকেলের নামে প্রায় ৩৮৪ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। আর এ কাজ করেছে সে সময়ে কর্মী পাঠানোর দায়িত্বে থাকা ১০ এজেন্সি। তবে সেই টাকার এক কানাকড়িও ফেরত পায়নি ভুক্তভোগীরা। খোঁজ নিয়ে আরও জানা গেছে, ২০১৮ সালের সেপ্টেম্বরে মালয়েশিয়ার শ্রমবাজার হঠাৎ বন্ধ হয়ে যায়। সে সময় দেশটিতে যাওয়ার অপেক্ষায় ছিল ৫৫ হাজার কর্মী। বাজার বন্ধ হয়ে যাওয়ায় তারা যেতে পারেনি। অন্যদিকে বিভিন্ন সময় দেশটিতে যাওয়ার জন্য ১০ লাখ কর্মীর মেডিকেল টেস্ট করানো হলেও তাদের মধ্যে ৭ লাখ ২৪ হাজারকে আনফিট দেখানো হয়। ফলে তারাও যেতে পারেনি। এসব কর্মীর প্রত্যেকের কাছ থেকে মেডিকেল পরীক্ষার জন্য ৫ হাজার ৩০০ টাকা করে নেওয়া হয়েছিল, যা হিসাব করলে দাঁড়ায় ৩৮৩ কোটি ৭২ লাখ টাকা। যার পুরোটাই হাতিয়ে নিয়েছে দেশটিতে কর্মী পাঠানোর দায়িত্বে থাকা ১০ এজেন্সি। সে সময় এই সিন্ডিকেট এজেন্সিগুলোর অধীনেই মেডিকেল টেস্ট করানো হতো। তারা প্রতিটি কর্মীর কাছ থেকে ৫ হাজার ৩০০ টাকা করে নিত এবং টেস্ট করিয়ে রিপোর্ট ধরিয়ে দিত। আরও জানা গেছে, ২০০৭, ২০০৮ ও ২০০৯ সালে মেডিকেল পরীক্ষার সর্বোচ্চ খরচ ছিল মাত্র ৫০০ টাকা। কিন্তু সেটি ২০১৬ সালে এসে দাঁড়ায় ৫ হাজার ৩০০ টাকায়, যা আগের থেকে ৪৭০০ টাকা বেশি ছিল। এ নিয়ে সে সময় মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক ব্যক্তিরা এজেন্সিগুলো সঙ্গে তেমন উচ্চবাচ্যও করেনি। ফলে সাড়ে ৭ লাখ কর্মী মেডিকেল করতে গিয়ে প্রচারিত হয়েছে ১০ এজেন্সির কাছে। তবে সেই টাকা ফেরত পায়নি তারা। এ ছাড়াও বাংলাদেশে মেডিকেল করার পরও মালয়েশিয়ায় গিয়ে অনেক কর্মীকে আবারও মেডিকেল করতে হয়েছিল। তাদের মধ্যে আবার অনেককে আনফিট (স্বাস্থ্য পরীক্ষায় অকৃতকার্য) হয়ে ফেরত আসতে হয়েছে। সেই সংখ্যাও লাখের নিচে নয়। তবে প্রায় সাড়ে ৭ লাখ কর্মীর মেডিকেল করানোর নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি প্রকাশ পায় বায়রার ভাইস প্রেসিডেন্ট ও আকাশ ভ্রমণ এজেন্সির মালিক মনসুর আহমেদ কালামের এক বক্তব্যে।

বুধবার, ২০ জুলাই, ২০২২

শেখ হাসিনা সারা রাত জেগে থাকেন মানুষ যাতে ঘুমাতে পারে:কাদের

শেখ হাসিনা সারা রাত জেগে থাকেন মানুষ যাতে ঘুমাতে পারে:কাদের

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা এখন সারা রাত জেগে থাকেন বাংলাদেশের মানুষ যাতে ঘুমাতে পারে। এই পর্যন্ত পরিস্থিতি তিনি সামাল দিয়ে যাচ্ছেন। এই পর্যন্ত করোনা ভাইরাস, বন্যা অতিক্রম করে; এই যুদ্ধের প্রভাব সেটাও তিনি মোকাবিলা করে যাচ্ছেন।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে শনিবার (১৬ জুলাই) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় এ সব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, খুব খারাপ সময়, খুব ঝুঁকিপূর্ণ সময়, এই সময়ে ঐক্যের বিকল্প নেই। সবাই ঐক্যবদ্ধ থাকলে কেউ কিছু করতে পারবে না। আওয়ামী লীগের কর্মীদের হুঁশিয়ার থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বঙ্গবন্ধুকন্যা আজকে কত বড় চ্যালেঞ্জ নিয়ে কঠিন সংগ্রামে অবতীর্ণ হয়েছেন, সারা বিশ্বে যুদ্ধের প্রতিক্রিয়া, সারা বিশ্বেই সেই প্রতিক্রিয়ায় আজকে জ্বালানি তেলের দাম ক্রমাগত বাড়ছে। মুল্যবৃদ্ধি, ইনফ্লেশান; শ্রীলংকার কথা বাদ দিলাম, ইংল্যান্ড-আমেরিকাতে জিনিসপত্রের দাম বাড়ছে। বাংলাদেশকে এই কঠিন জমিনে অগ্রসর হতে হচ্ছে।


ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা এখন সারা রাত জেগে থাকেন বাংলাদেশের মানুষ যাতে ঘুমাতে পারে। এই পর্যন্ত তিনি সামাল দিয়ে যাচ্ছেন। এই পর্যন্ত করোনা ভাইরাস, বন্যা অতিক্রম করে; এই যুদ্ধের প্রভাব সেটাও তিনি মোকাবিলা করে যাচ্ছেন। শক্ত করে ধরে আছেন। তাকে শক্তি দিতে হবে, শক্তি দিতে হবে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থেকে। কথায় কথায় নিজেরা অন্তর্কলহে জড়াবেন না। খুব খারাপ সময়, খুব ঝুঁকিপূর্ণ সময়, এই সময়ে ঐক্যের বিকল্প নেই। সবাই ঐক্যবদ্ধ থাকলে কেউ কিছু করতে পারবে না।


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আজকের এই দিন শুধু শেখ হাসিনার কারাবন্দি দিবস নয়, এই দিন বাংলাদেশের গণতন্ত্রের বন্দি দিবস। এই দিন শেখ হাসিনাকে বন্দি করে আমাদের বিকাশমান গণতন্ত্রকে বন্দি করা হয়েছিল। রাজনীতির অনেকেই জেলে গেছেন, আমাদের নেত্রী বন্দি হয়েছেন, ক্ষমতায় ছিল বিএনপি। কিন্তু প্রথম বন্দি হন শেখ হাসিনা। তারা এসে বিরোধী দলকেই প্রথম বন্দি করে। বিরোধী দলের নেতা প্রথম বন্দি হন সরকারি দলের নেতা তখনও বন্দি হননি। কী দুর্ব্যবহার ড. ওয়াজেদের সঙ্গে, কী দুর্ব্যবহার ঢাকা কোর্টের সামনে। বঙ্গবন্ধুকন্যাকে সামান্যতম শ্রদ্ধা তারা দেখায়নি।


তিনি বলেন, সেদিন যদি এই দেশের রাজনৈতিকদের একটা অংশ ওই জরুরি সরকারের সঙ্গে সহযোগিতা না করতো। তাহলে বাংলাদেশে ওয়ান-ইলাভেন টিকতে পারতো না। এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হতো। অনেক রাজনীতিক সেদিন তত্ত্বাবধায়ক সরকারের সাথে যোগসাজশ করে রাজনীতিকে মাইনাস ফর্মুলায় নিয়ে গেছেন। আজকে আমি বলবো, আমাদের শত্রু-মিত্র চিনতে হবে। চলার পথে শুত্রু-মিত্র চিনতে হবে। একবার যে বিশ্বাসঘাতক, বারে বারে সে বিশ্বাসঘাতক।


বিএনপির নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বলে, আমাদের পতনের নাকি সাইরেন বাজে। কোথা থেকে শুনলেন সাইরেনটা? কোথায় শুনলেন? রাস্তায় যখন গাড়ি চলে ওই সাইরেন শুনেছেন? কী সাইরেন শুনেছেন? শুনবেন, শুনতে পাবেন আপনাদের বিদায়ের ঘণ্টার সাইরেন। নেতিবাচক রাজনীতি আপনাদের অপ্রাসঙ্গিক করে দিয়েছে, আপনাদেরই বিদায়ের ঘণ্টা বাঁজছে। খেলা হবে, খেলা হবে, রাজনীতির মাঠে খেলা হবে। নির্বাচনের মাঠে খেলা হবে। আসুন, খেলায় আসুন, নির্বাচন আর রাজনীতির মাঠে খেলায় আসুন। আগুন নিয়ে খেলবেন না, আমরা প্রতিহত করবো। আওয়ামী লীগ জনগণকে নিয়ে সেই আগুনের খেলা প্রতিরোধ করবে।


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্রাডভোকেট কামরুল ইসলাম বলেন, ষড়যন্ত্র এখনও চলছে। ১/১১ এর ষড়যন্ত্রকারীরা এখন সক্রিয়। বিদেশিদের সঙ্গে আঁতাত করছে। বিএনপি জানে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবে না। তাই তারা সেই ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে। কোনো অবস্থাতেই এটা হতে দেওয়া হবে না। কোনো অনির্বাচিত সরকারকে আর আসতে দেওয়া হবে না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, তাদের ষড়যন্ত্র কিন্তু এখনও আছে। তারা আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় থাকা মানতে চায় না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন হবে, এ দেশ এগিয়ে যাবে। এই জন্য তাদের আওয়ামী লীগের প্রতি ভীতি আছে। আজ আমাদের অঙ্গীকার করতে হবে, যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করার। তাদের ষড়যন্ত্রকে আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে প্রতিহত করে দেশকে এগিয়ে নিয়ে যাবো।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজরুর রহমান প্রমুখ।

রনির অভিযোগে সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা

রনির অভিযোগে সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা


 রেলখাত সংশ্লীষ্ট অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. মহিউদ্দিন হাওলাদার ওরফে রনির করা অভিযোগের প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। তারই প্রেক্ষিতে সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তাদের অধিকার নিশ্চিতে কাজ করা এই প্রতিষ্ঠানটি।


বুধবার (২০ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে শুনানি শেষে এ জরিমানা করা হয়।

জানা গেছে, সহজ ডটকমকে করা জরিমানার ২৫ শতাংশ অর্থ পাবেন ভুক্তভোগী রনি।


এর আগে, সহজ ডটকম এবং রেল বিভাগের বিরুদ্ধে অনিয়ম বিষয়ে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করেছিলেন মহিউদ্দিন হাওলাদার।


বুধবার সকাল ১০টার দিকে সহজ ডটকমের প্রতিনিধি এবং অভিযোগকারী মহিউদ্দিন রনি অধিদপ্তরের প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন। এসময় রনির অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক সহজ ডটকমকে এ জরিমানা করা হয়।


উল্লেখ্য, গত ৭ জুলাই থেকে রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে ছয়দফা দাবিতে হাতে শিকল বাঁধা অবস্থায় কমলাপুর রেলস্টেশনে অবস্থান করছেন এ শিক্ষার্থী। শুরুতে একা আন্দোলনে নামলেও পরে তার বন্ধু, সহপাঠীসহ আরও বেশ কয়েকজন শিক্ষার্থীও তাতে অংশ নেন। গত কদিন ধরেই তারা কমলাপুর স্টেশনে অবস্থান নিয়ে গান, কবিতা, পথনাটক ও দুর্নীতিবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছেন।

মন্ত্রণালয়গুলোকে ব্যয় কমানোর নির্দেশ

মন্ত্রণালয়গুলোকে ব্যয় কমানোর নির্দেশ


 কোভিড পরবর্তী অর্থনৈতিক অভিঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলশ্রুতিতে বিশ্বব্যাপী জ্বালানিসহ নিত্যপণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধি চলছে। এমন পরিস্থিতিতে সরকারের ব্যয়সাশ্রয় নীতি কীভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে। ফলে মন্ত্রণালয়গুলোকে অনাবশ্যক ব্যয় পরিহারসহ সকল ক্ষেত্রে ব্যয় হ্রাসের নির্দেশনা দেওয়া হয়েছে।


বুধবার (২০ জুলাই) সরকারের ব্যয়সাশ্রয়ে কার্যকর কর্মপন্থা নিরূপণের লক্ষে সকল মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিবদের সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে এই নির্দেশনা আসে।

এ ছাড়া সরকারি সকল দপ্তরে বিদ্যুতের ২৫ শতাংশ ব্যবহার হ্রাস করতে হবে। জ্বালানিখাতের বাজেট বরাদ্দের ২০ শতাংশ কম ব্যবহারের লক্ষে অর্থ বিভাগ প্রয়োজনীয় পরিপত্র জারি করবে।

সভায় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতেমা ইয়াসমিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াসহ সংশ্লিষ্টরা আলোচনায় অংশ নেন।


প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস রাজস্ব ব্যয় সংকোচন, উন্নয়ন ব্যয়ের সর্বোত্তম ব্যবহার, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়, অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি, নিত্যপণ্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সকল সচিবদের অনুরোধ জানান।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিতব্যয়ী হওয়ার আহ্বানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি মন্ত্রণালয়গুলোকে অনাবশ্যক ব্যয় পরিহারসহ সকল ক্ষেত্রে ব্যয় হ্রাসের নির্দেশনা দেন।


সভায় আরও সিদ্ধান্ত হয়, বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে সকল মন্ত্রণালয় প্রয়োজনীয় কর্মপন্থা নিরূপণ করবে। সরকারি সকল দপ্তরে বিদ্যুতের ২৫% ব্যবহার হ্রাস করতে হবে। জ্বালানিখাতের বাজেট বরাদ্দের ২০% কম ব্যবহারের লক্ষে অর্থ বিভাগ প্রয়োজনীয় পরিপত্র জারি করবে।


অনিবার্য না হলে শারীরিক উপস্থিতিতে সভা পরিহার করতে হবে এবং অধিকাংশ সভা অনলাইনে আয়োজন করতে হবে।


এমনকি অত্যাবশ্যক না হলে বিদেশ ভ্রমণ যথাসম্ভব পরিহার করতে হবে। খাদ্যদ্রব্যসহ নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং, মোবাইল কোর্টের মাধ্যমে মজুতদারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ অন্যান্য পদক্ষেপ জোরদার করতে হবে।


শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী পরিবহনে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার যৌক্তিকিকরণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।


অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বৃদ্ধিকল্পে অর্থ-বছরের শুরু থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআরকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রতিটি মন্ত্রণালয় নিজস্ব ক্রয় পরিকল্পনা পুনঃপর্যালোচনা করে রাজস্ব ব্যয় হ্রাসের উদ্যোগ গ্রহণ করবে।

রবিবার, ১৭ জুলাই, ২০২২

ভূতের ভয়ে ঘুমাতে পারছেন না নায়িকা মাহি

ভূতের ভয়ে ঘুমাতে পারছেন না নায়িকা মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহী 

 ঢাকাই ছবির অন্যতম চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমায় ব্যস্ততা কমিয়ে আপাতত গাজীপুরে গড়ে তোলা নিজের রেস্তোরাঁয় সময় দিচ্ছেন তিনি। বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই নায়িকা।

শনিবার নিজের ফেসবুক পোস্টে মাহি জানিয়েছেন, বেশ কয়েকমাস ধরেই ভয়ে আছেন তিনি। তার দাবি, নিজের বাসায় ভূত দেখেন তিনি। এই ভয়ে ঠিকমতো ঘুমাতেও পারছেন না নায়িকা।

শনিবার দুপুরে এক স্ট্যাটাসে মাহি লেখেন, ‘ইয়া আল্লাহ, ভুলায় দাও। ভয়ে আমি ঘুমাতে পারি না।’

নায়িকার সেই পোস্টে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক জানতে চান, ‘কী হয়েছে?’ জবাবে মাহি লেখেন, ‘ভূত’। এরপর নির্মাতা লেখেন, ‘কোনো ভূত নাই। ভুলে যাও। আল্লাহ ভরসা।’ প্রতিউত্তরে মাহি লেখেন, ‘আছে, আমি দেখেছি।’

প্রসঙ্গত, ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ের পর ওমরাহ করে এসেছেন এই নায়িকা। প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান তারা। কখনো বন্ধুদের সঙ্গে, আবার কখনো শুধু তারা দুজনে। সব মিলিয়ে মাহি-রাকিবের দাম্পত্য জীবন দারুণ জমে উঠেছে বলে মনে করছেন নেটিজেনরা।

বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

ঢাবির ছাত্রী ইলমাকে মারধর করে হত্যার অভিযোগে মামলা

ঢাবির ছাত্রী ইলমাকে মারধর করে হত্যার অভিযোগে মামলা

 

ইলমা চৌধুরী ও তাঁর স্বামী ইফতেখার আবেদীন
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইলমা চৌধুরীর (মেঘলা) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছেবিস্তারিত