’
বাহুবলির ক্রেজ বিন্দুমাত্র কমেনি।তাই এখনও প্রভাসের জন্য আসছে
বিয়ের প্রস্তাব।
সেই প্রস্তাব বরাবর বাতিল করে
দিয়েছেন তিনি। এমনকী সহ
অভিনেত্রী আনুশকা শেট্টির সঙ্গে
তাঁর বিয়ের গুঞ্জন কম হয়নি। সেসব
গুঞ্জনেও পানি ঢেলে দিয়েছেন
প্রভাস। কারণ, প্রভাসের ক্রাশ এক
বলিউড অভনেত্রী।
এক সাক্ষাৎকারে প্রভাস তাঁর আসল
ক্রাশের কথা জানান। তিনি
জানিয়েছেন, এক বলিউড অভিনেত্রীর
জন্য নাকি তাঁর বিশেষ অনুভূতি আছে।
কিন্তু, কে এই অভিনেত্রী ? সেই
অভিনেত্রী আর কেউ নন, তিনি
রাবিনা ট্যান্ডন। গোবিন্দ থেকে
অক্ষয় কুমার, অনেক বলিউড নায়কদের
সঙ্গে অভিনয় করেছেন তিনি। আর
তিনি হচ্ছেন প্রভাসের ক্রাশ।
প্রভাস জানিয়েছেন, আমি রাবিনার
বড় ভক্ত। আন্দাজ আপনা আপনার এলো
জি সানাম গানাটা এখনও আমাকে মুগ্ধ
করে।
জানা গেছে, বাহুবলির ছবির
ডিস্ট্রিবিউশনের দায়িত্বে ছিলেন
রাবিনার স্বামী অনিল তাডানি।
অনিল ও প্রভাস ভালো বন্ধু বলেও
দাবি করেছে তাঁদের এক ঘনিষ্ঠ বন্ধু।
ছবির প্রচারে মুম্বাইয়ে গিয়ে সেই
সময় রাবিনার সঙ্গে দেখাও
করেছিলেন প্রভাস। সেই ছবিও
ভাইরাল হয়।
0 coment rios: